WWE TV WATCH ONLINE

WWE TV WATCH ONLINE
WWE TV WATCH ONLINE

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পেলেন সাকিব আল হাসান Shakib Al Hasan get 400 Wickets in t20 matches

 টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পেলেন সাকিব আল হাসান
৪০০ উইকেট পেলেন সাকিব আল হাসান
৪০০ উইকেট পেলেন সাকিব আল হাসান


আজ মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এ কীর্তি গড়েন ফরচুন বরিশালের অধিনায়ক।

৩৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন সাকিব। প্রথম ৩ ওভারে ছিলেন উইকেটশূন্য। চতুর্থ ওভারে বোলিংয়ে আসার আগে মিনিস্টার ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। 

তবে সাকিবের প্রথম বলেই লং-অন দিয়ে ছয় মারেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ। পরের বলে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ডোয়াইন ব্রাভোর হাতে ধরা পড়েন তিনি। সাকিবের ৪০০ উইকেট হয়ে যায় তাতেই।

সাকিবের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পেয়েছেন আর চারজন—সাকিবের বরিশাল সতীর্থ পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে ২০ ওভারের সংস্করণে অভিষেক হয়েছিল সাকিবের। সে ম্যাচে এ বাঁহাতি স্পিনার নিয়েছিলেন জিম্বাবুয়ের শন উইলিয়ামসের উইকেট। ৩৫৩তম ম্যাচে এসে ৪০০ উইকেট পূর্ণ করলেন তিনি।



টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট:

ডোয়াইন ব্রাভো ৫৫৪
ইমরান তাহির ৪৩৫
সুনীল নারাইন ৪২৫
রশিদ খান ৪২০
সাকিব আল হাসান ৪০০







sportshulk.com -Its Incredibly Sporting . our main focus provide more in-depth sports related information to all internet user . Primary we focus on cricket & football . in near future we will provide all sports related information

Post a Comment

0 Comments