অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম সিডনি সিক্সার্স-এর ম্যাচে এ ঘটনা ঘটেছে। সেখানেই দেখা গেল ব্রোম্যান্স দৃশ্য। অ্যাডিলেডের অধিনায়ক পিটার সিডল বোলার ড্যামিয়েন ওয়ারলের গালে চুমু খেলেন। সবেমাত্র প্রথম ওভারের প্রথম বলটি করেছেন ওয়ারল। এমন নয় প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন আর সেই খুশিতে চুমু খেয়েছেন অধিনায়ক। এ কারণেই এই ঘটনা নিয়ে আরও উৎসাহ নেটিজেনদের। ঠিক কী ঘটেছিল?
প্রথম বলটি করার পরেই বোলারের কাছে চলে আসেন অধিনায়ক সিডল। দুইজনে কিছুক্ষণ আলোচনার পর দুইজনেরই মুখে হাসি ফোটে। সিডল আলতো করে ওয়ারলের বাম গালে চুমু খেয়ে নেন। বোলারটিও চুমু খাওয়ার মতোই ঠোঁটের ভঙ্গি করেছিলেন। দুইইঞ্চি এদিক ওদিক হলে ঠোঁটেই চুম্বন পড়ত।

0 Comments