WWE TV WATCH ONLINE

WWE TV WATCH ONLINE
WWE TV WATCH ONLINE

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি বলে দলে রাখা হয়নি অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহকে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট ও শাহনওয়াজ দাহানিও। 


প্রায় দুই বছর পর দলে ফিরেছেন ওপেনার ইমাম-উল-হক, প্রায় তিন বছর পর ফিরেছেন অফ স্পিনার বিলাল আসিফ। জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম।


বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ–অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।





sportshulk.com -Its Incredibly Sporting . our main focus provide more in-depth sports related information to all internet user . Primary we focus on cricket & football . in near future we will provide all sports related information

Post a Comment

0 Comments