WWE TV WATCH ONLINE

WWE TV WATCH ONLINE
WWE TV WATCH ONLINE

আচমকা অবসরের ঘোষণা দেন আসগর আফগান -Asghar Afghan speaks on his decision to retire from international cricket sportshulk

বিশ্বকাপ চলাকালীন আচমকা অবসরের ঘোষণা দেন আসগর আফগান। ৩৩ বছর বয়সী এই ব্যাটারকে জয় দিয়ে বিদায় জানিয়েছে আফগানিস্তান। গতকাল নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আফগানরা। নামিবিয়াকে ১৬১ রানের বড় লক্ষ্য দিয়ে আফগানিস্তান তুলে নিয়েছে ৬২ রানের জয়। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান। ৯ উইকেটে ৯৮ রানে থামে নামিবিয়া।
Asghar Afghan speaks on his decision to retire from international cricket sportshulk
Asghar Afghan speaks on his decision to retire from international cricket sportshulk 


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চারে ব্যাট করতে নামেন আসগর আফগান। ক্রিজে যাওয়ার সময় নামিবিয়ার ক্রিকেটাররা ‘গার্ড অব অনার’ দেন আসগরকে। সাবেক আফগান অধিনায়ক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলেন ২৩ বলে ৩১ রানের ইনিংস।

আসগরকে ফেরানো রুবেন ট্রাম্পলমান উইকেট নেয়ার আনন্দে মাতেননি। আসগরের সঙ্গে হাত মিলিয়ে বিদায় জানান নামিবিয়া পেসার। নাবিমিয়ার অন্যান্য ক্রিকেটাররাও আসগরকে বিদায়ী বার্তা দিয়ে হাত মেলান। অন্যপ্রান্তে থাকা মোহাম্মদ নবী আলিঙ্গনে বাঁধেন আসগরকে। আফগান ক্রিকেটের শুরুর সংগ্রামের অন্যতম নায়ক আসগরকে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা। সাজঘরে ফেরার পথে আসগরকে সম্মান জানান রশিদ খানরা।


অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী অধিনায়ক আসগর। এই সংস্করণে তার নেতৃত্বে আফগানরা জিতেছে ৪২ ম্যাচ, হেরেছে ৯টি, টাই হয়েছে একটি। অধিনায়ক হিসেবে ভারতকে ৪১ ম্যাচ জিতিয়ে তালিকায় দুইয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি।
 
আসগরে বিদায়ী ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সুপার টুয়েলভে ‘গ্রুপ ২’ এর লড়াই জমিয়ে তুলেছে আফগানিস্তান। নামিবিয়ার আগে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় মোহাম্মদ নবীর দল। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট আফগানিস্তানের। অবশ্য পরের দুই ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে আফগানদের। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানরা।

Asghar Afghan
Asghar Afghan

Asghar Afghan
Asghar Afghan



sportshulk.com -Its Incredibly Sporting . our main focus provide more in-depth sports related information to all internet user . Primary we focus on cricket & football . in near future we will provide all sports related information

Post a Comment

0 Comments